বিমানে ওঠার আগে হরেক নিয়ম থাকায় সকলেই বিমান ওড়ার বেশ খানিকটা আগে পৌঁছে যান বিমানবন্দরে। খানিক ঘোরাঘুরি করলেই চোখ চলে যায় হরেক রকম ফুডস্টলে সাজানো রকমারি খাবারের দিকে। লোভ সম্বরণ করে সে সবের থেকে মুখ ফেরানো খুবই কষ্টের। তা বলে বিমানে যাত্রার সময় যা খুশি খেয়ে নিলে মাটি হয়ে যেতে পারে আপনার যাত্রা।
রইল এমন পাঁচ খাবারের উল্লেখ, বিমান যাত্রার ঠিক আগে যা এড়িয়ে চলাই ভাল
বিমানযাত্রার ঠিক আগে কোন ৫ খাবার এড়িয়ে চলবেন? Which are the five food you must avoid before flying:
- নানা কাউন্টারে সাজানো লোভনীয় পিৎজা দেখে ফাঁদে পা দেবেন না। তাপমাত্রার একটু এদিক ওদিক হলে পিৎজা নষ্ট হয়ে যায়।
- কাঁচা ফল-সব্জি নিজের বাড়িতে ভাল করে ধুয়ে খাওয়াই ভাল, এসবে প্রচুর ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা
- ক্যান্ডি খেলে সময় কাটে দারুণ, বিমানে উঠে একটু আধটু খাওয়াও যায়, কিন্তু বেশি খেলেই গা গোলায়
Doi Potol: নিরামিষের দুপুরে কী রাঁধবেন? বানিয়ে ফেলুন দই পটল, দেখুন রেসিপি
- জিভে জল আনা স্যান্ডউইচ দেখলেও এড়িয়ে চলাই ভাল, কারণ কতক্ষণ ধরে সে সব ডিসপ্লেতে সাজানো, আপনি জানেন না
- এয়ারপোর্টের বার্গার খুব ভালো করে রান্না করা থাকে না অনেক সময়, তাছাড়া ফ্রেশ কিনা, তাও জানা যায় না।