আরিয়ান খান মাদক মামলায় অপহরণ এবং মুক্তিপণের একটা যোগ রয়েছে বলে দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি(NCP) নেতা নবাব মালিক। সাংবাদিক সম্মেলনে মালিকের দাবি, ক্রুজ পার্টির টিকিট আরিয়ান খান কেনে নি। তাকে সেখানে নিয়ে গিয়েছিল প্রতীক গাবা, এবং আমির ফার্নিচারওয়ালা নামক দুই ব্যক্তি।
তিনি আরো বলেন যে, এই অপহরণ এবং মুক্তিপণ মামলার মাথা বিজেপি নেতা মোহিত কম্বোজ। এনসিবির(NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েও এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন।
Rituparna Sengupta : লন্ডনেই পরিবারের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন ঋতুপর্ণা, শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ
এর পাশাপাশি মালিকের দাবি ক্রুজ শিপ(cruise ship) অভিযানের ৫ দিন পর, ৭ অক্টোবর ওয়াংখেড়ে বিজেপি(BJP) নেতা কম্বোজের সঙ্গে দেখা করেন।
২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়।
তারপর এনসিপি(NCP) নেতা নবাব মালিক তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন। কখন অভিযোগ উঠেছে ঘুষ নেওয়ার, কখনও বা মিথ্যে সাক্ষীকে হাজির করার। এই সমস্ত অভিযোগের পর এনসিবির(NCB) মুম্বই ইউনিটের থেকে এই মামলার তদন্তভার এনসিবির দিল্লি ইউনিট গ্রহণ করেছে।