দেশ ১০০কোটি ভ্যাকসিন ডোজ পরিচালনার ক্ষেত্রে নজির সৃষ্টি করার কয়েকদিন পরেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতটি ভারতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সাথে দেখা করেছেন।
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, ডাঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, জাইডাস ক্যাডিলাসহ সাত ভ্যাকসিন নির্মাতা সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকে অংশ নেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভ্যাকসিন গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
শনিবার সকাল পর্যন্ত পাওয়া স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে পরিচালিত কোভিড-১৯(COVID-19) ভ্যাকসিনের ডোজ ১০১.৩০ কোটি ছাড়িয়ে গেছে।
গত ২১ অক্টোবর ভারত ভ্যাকসিন ডোজ পরিচালনার ক্ষেত্রে নজির সৃষ্টির ফলে সারা দেশে তা সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছেন, যখন ৩১ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক উভয় ডোজ পেয়েছেন।