এক সপ্তাহের লড়াই শেষ।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর (TAMIL NADU) কন্নুর জেলায় নীলগিরির জঙ্গলে ভারতীয় বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (VARUN SINGH) প্রয়াত। এই ঘটনার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বরুণের প্রয়াণে শোক দেশজুড়ে। শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “ওঁর প্রয়াণে আমি মর্মাহত। দেশের প্রতি ওঁর অবদান চিরস্মরণীয় হয়ে রইবে। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।” শোক বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের প্রয়াণের খবরে আমি মর্মাহত। গোটা দেশ ওঁর কীর্তিকে মনে রাখবে। বরুণের পরিবারের প্রতি আমার গভীর সহানুভুতি রইল।’
গত ৮ ডিসেম্বর তামিলনা়ড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশে আকাশে উড়েছিল বায়ুসেনার রুশ হেলিকপ্টার এমআই-১৭। সওয়ারি হিসেবে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি জঙ্গলের মধ্যে আচমকাই ভেঙে পড়ে কপ্টার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস-সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর শরীরের বেশির ভাগ পুড়ে গিয়েছিল বলে খবর। তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর কমান্ড হাসপাতালে।