দুনিয়ার সব বয়সের জনসংখ্যার মানুষের মনের ওপরেই অতিমারীর প্রভাব কম বেশি পড়েছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে দুনিয়ার ৪৩ % বয়স্ক মানুষই অতিমারী কালে মানসিক অবসাদের শিকার। নেচার এজিং জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি।
কানাডিয়ান লঙ্গিটিউডিনাল স্টাডি অন এজিং (সিএলএসএ) থেকে পরিসংখ্যান নিয়ে গবেষকরা দেখিয়েছেন, কীভাবে লকডাউনের শুরুতে, অর্থাৎ ২০২০ এর মার্চে শারীরিক এবং সামাজিক নানা পরিস্থিতির সঙ্গে মানসিক অবসাদের (Mental Depression) প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করা গিয়েছে।
গবেষক দলের পর্যবেক্ষণ, কোভিড ১৯(COVID 19) এর শুরুতেই পঞ্চাশোর্ধ্ব জনসংখ্যার ৪৩ % এর মধ্যেই মাঝেরি থেকে বেশি মাত্রায় অবসাদের লক্ষ্মণ প্রকাশ পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে।
প্রাক করোনা সময়ের (pre covid era) তুলনায় অতিমারীকালে বয়স্কদের অবসাদের শিকার হওয়ার ঘটনা প্রায় দ্বিগুণ বেড়েছে। নিম্ন আয়, অসুস্থ শরীর, এই ধরনের পরিস্থিতিতে থাকা জনসংখ্যার মনের মধ্যে আবসাদ ঘাঁটি গেড়েছে আরও গভীর ভাবে।