রবিবার, ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস(World Telivision Day) বা ওয়ার্ল্ড টেলিভিশন ডে । দৈনন্দিন খবর জানতে ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে টেলিভিশন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । টেলিভিশনের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করা, এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য ।
১৯৯৬ সালে ২১ নভেম্বর প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকেই এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ (United Nations) ।
আরও পড়ুন, Air Pollution effect on children : বায়ুদূষণে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় শিশুদের, হতে পারে হার্টের অসুখও
১৯২৭ সালে টেলিভিশনের উদ্ভাবন করেন বিজ্ঞানী জন লগি বেয়ার্ড । এটি সম্পূর্ণরূপে প্রস্তুত হতে প্রায় সাত বছর সময় লেগেছিল । ১৯৩৪ সালে এটি চালু হওয়ার পর, ১৯৫০-এ প্রথম ভারতে পৌঁছায় । পরে, ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর সরকারি টেলিভিশন সংস্থা দূরদর্শনের সম্প্রচার শুরু হয় ।