পশ্চিমবঙ্গে (West Bengal) কর্মরত আইএএস আধিকারিকদের ( IAS) জন্য এবার থেকে 'বিনোদন' ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার।
নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, অতিথি আপ্যায়নের জন্যই আইএএস আধিকারিকদের এই বিশেষ ভাতা বরাদ্দ করা হচ্ছে।
আরও পড়ুন: 'গোয়ার মানুষই গোয়া শাসন করবে, বিজেপির দাদাগিরি চলবে না', বললেন মমতা
রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকরা এই বাবদ প্রতি মাসে ৩৪ হাজার টাকা ভাতা পাবেন। প্রধান সচিব পর্যায়ের অফিসারদের জন্য এই বাবদ বরাদ্দ মাসে ২০ হাজার টাকা ভাতা। সচিব পর্যায়ের অফিসারদের জন্য মাসে ১৭ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। রাজ্যের আইএএস আধিকারিকদের বিনোদন ভাতা (Entertainment grant) দেওয়া নিয়ে এই অভ্যন্তরীন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দফতর।