রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা(Coronavirus) আক্রান্ত হলেন ৭৫৮ জন । যা বুধবারের তুলনায় সামান্য কম । বৃহস্পতিবার রাজ্য কমেছে মৃতের সংখ্যাও । একদিনে মৃত্যু(Corona Death) হয়েছে ১১ জনের । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৭৪ জন ।
বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৭৪১ । মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৩০ জনের । সক্রিয় করোনা(Active Corona Cases) রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬৭ । ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট টিকা নিয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৮২৫ ।
আরও পড়ুন, ১২-১৫ বছর বয়সীদের ওপর ফাইজারের করোনা টিকা ১০০ % কার্যকর
এদিকে, বৃহস্পতিবার কলকাতায়(Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২১৫ জন । মৃত্যু হয়েছে ২ জনের । একদিনে উত্তর ২৪ পরগনায় কোভিডে আক্রান্তের সংখ্যা ১৪১ জন ।