জাওয়াদের (Cyclone Jawad) সতর্কতায় বাতিল করা হল UGC-NET পরীক্ষা। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে এই পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। অন্য রাজ্যগুলোতে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে।
একটি বিবৃতি দিয়ে টেস্টিং এজেন্সি জানিয়েছে, "দুই রাজ্যে সাইক্লোন জাওয়াদের জন্য রেড অ্যালার্ট (Red Alert) জারি করা হয়েছে। ডিসেম্বর, ২০২০ ও জুন ২০২১- এই দুটি পরীক্ষা নতুন করে হওয়ার কথা ছিল। এই পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে।" এই দুই রাজ্যের পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করবে টেস্টিং এজেন্সি।
মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় শনিবারই আছড়ে পড়বে সাইক্লোন জাওয়াদ। ওড়িশার পুরীতে রবিবার অতিভারী বৃষ্টি হবে।