১২ ঘন্টার মধ্যেই দুই আলাদা রাজনৈতিক দলের নেতাকে খুনের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল কেরালায়(Kerala)।
শনিবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির(SDPI) এক নেতাকে খুনের পর রবিবার ভোরে বিজেপি(BJP) নেতা রণজিৎ শ্রীনিবাসনকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই দুটি ঘটনাই ঘটেছে কেরালার (Kerala) আলাপ্পুজা(Alappuzha) জেলায়।
পুলিশের(Police) বয়ান অনুযায়ী, রবিবার সকালে রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরোচ্ছিলেন বিজেপির(BJP) ওই আইনজীবী-নেতা। সেসময় আচমকাই একদল দুষ্কৃতী(Goons) তাঁর বাড়িতে ঢুকে পড়ে। এরপর স্ত্রী ও মায়ের সামনেই তাঁকে মারধর করে গলা কেটে দেয় তারা। রঞ্জিত শ্রীনিবাসন সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির(BJP) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শনিবার রাতেই SDPI রাজ্য সম্পাদক কে.এস. শানও একদল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন। তাঁর বাইকে একটি গাড়ি এসে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে বেরিয়েই হামলাকারীরা শানকে আক্রমণ করে। তাঁকে প্রথমে আলাপ্পুজার(Alappuzha) স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোচি হাসপাতালে(Kochi Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানেই মাঝরাতে তাঁর মৃত্যু হয়।