সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগ উঠল টুইটারের বিরুদ্ধে। তার জেরে ভারতে আইনি রক্ষাকবচ হারাল তারা।এ বার থেকে যে কোনও ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। পদক্ষেপ করা যাবে অপরাধ আইনে।
নতুন ডিজিটাল নজরদারি বিধি নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপড়েন চলছিল টুইটারের। সম্প্রতি উত্তরপ্রদেশে এক প্রবীণ ব্যক্তিকে নিগ্রহের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সেই নিয়ে মঙ্গলবার রাতেই টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। ওই ঘটনার প্রেক্ষিতেই টুইটারের আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে।