অবেশেষে কেন্দ্রের ডিজিটাল আইন মানতে সম্মত হল টুইটার । তবে কেন্দ্রের নিয়ম কার্যকর করতে আরও কিছু দিন সময় চেয়েছে জ্যাক ডোরসের সংস্থা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের কাছে লিখিত আবেদন করে সময় চেয়েছে টুইটার।কয়েকদিন আগেই টুইটারকে একটি নোটিস দেওয়া হয় কেন্দ্রের তরফে। যেখানে লেখা ছিল, এটাই শেষ নোটিস। এরপরও যদি টুইটার কেন্দ্রের নয়া ডিজিটাল আইন না মানে, তাহলে কড়া পদক্ষেপ করবে কেন্দ্র। এরপরই কেন্দ্রের নয়া নিয়ম মানতে রাজি হয় টুইটার। টুইটারের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের জন্য সদা প্রস্তুত তারা। তিনি এ-ও জানান, কেন্দ্রের নয়া ডিজিটাল নিয়মের জন্য যা যা করণীয় সব করছে টুইটার। কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চলবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।