দুর্গাপুজো শুধুই একটা উৎসব নয়। বাঙালির কাছে আবেগ, ভালবাসার অন্য নাম এই দুর্গাপুজো। উৎসবপ্রিয় বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, পুজোর এই দিনগুলোতে আনন্দে মাতবেই।
শুধু ভারতেই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি মেতে উঠেছে শারদোৎসবে। কানাডার টরেন্টোতেও দেখা গেল সেই একই ছবি। হোক না বিদেশ, কিন্তু বাঙালি তো। ফলে সেখানে রীতিমতো ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। পুজোর দিনগুলোয় ঘরে না ফেরার আনন্দকে এভাবেই নিজেদের মতো করে উদযাপন করছেন প্রবাসী বাঙালিরা।