বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে প্রথম দশে উঠে এল কলকাতা (Kolkata)। একটি সমীক্ষায় জানা গিয়েছে এমনই এক তথ্য। সুইজারল্যান্ডের (Switzerland) একটি জলবায়ু সংস্থা এই সমীক্ষা করেছে। এই তালিকায় প্রথম দশের মধ্যে আছে ভারতের তিন শহর। রাজধানী দিল্লি (New Delhi) ও বাণিজ্য নগরী মুম্বইয়ের (Mumbai) সঙ্গে তালিকায় যোগ হয়েছে কলকাতাও।
সুইজারল্যান্ডের এই জলবায়ু সংস্থা রাষ্ট্রসঙ্ঘের (UN) পরিবেশ প্রকল্পের সঙ্গে কাজ করে। বিশ্বের বিভিন্ন শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir) নিয়ে একটি সমীক্ষা করেছে এই সংস্থা। যার মধ্যে এক নম্বরে আছে নয়াদিল্লি। এখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫৫৬। কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৭৭। তালিকায় চার নম্বরে আছে কলকাতা। ছয় নম্বরে আছে মুম্বই। মুম্বইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৬৯।
মুকেশ আম্বানির বাড়িতে হামলার ছক? বাড়ানো হল অ্যান্টিলার নিরাপত্তা
দিল্লির বাসিন্দাদের অপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে ৩০ শতাংশ গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। কৃষিজমিতে আগুন ও অন্যান্য দূষণের ওপরেও নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীতে দূষণের অন্যতম কারণ কৃষিজমিতে আগুন। প্রায় চার হাজার কৃষি জমিতে আগুন দেওয়ার ফলে দূষণ তৈরি হয়েছে রাজধানীতে।