বৃহস্পতিবার ত্রিপুরায়(Tripura) পুরভোটের মাঝেই রাজ্যের রাজনৈতিক অশান্তি নিয়ে শুনানি হল সুপ্রিম কোর্টে(Supreme Court)। ত্রিপুরা সরকারের(Tripura Govt.) তরফে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিকে নস্যাৎ করে দেয় দেশের শীর্ষ আদালত। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অবিলম্বে ত্রিপুরায়(Tripura) আরও বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে।
সোমবার ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল(TMC)। তাঁদের তরফে ত্রিপুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ভোট পিছোনোর দাবি তোলা হয়। সুপ্রিম কোর্ট(Supreme Court) ভোট পিছোনোর দাবি খারিজ করলেও সুষ্ঠু এবং অবাধ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল।
বৃহস্পতিবার বেলা গড়াতেই শাসকদল বিজেপির(BJP) বিরুদ্ধে তৃণমূল(TMC) ও বামেদের(Left) তরফে বিভিন্ন এলাকার সন্ত্রাসের অভিযোগ তোলা হয়। তাঁদের প্রার্থীর উপর হামলার প্রতিবাদে আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভে দেখান বাম(Left) কর্মীরা। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভে বসেছে তৃণমূলও(TMC)।