কলকাতায় বৃষ্টি বন্ধ হয়েছে৷ শুক্রবার রোদও উঠেছে। কিন্তু কার্যত বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের ৫টি জেলায়। সৌজন্যে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টি এবং DVC-র জল ছাড়া। ইতিমধ্যেই এই বিষয়ে শুরু হয়েছে প্রশাসনিক চাপান উতোর।
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। শোচনীয় অবস্থা দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোলের মতো শিল্পাঞ্চলেও৷ একদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি। অন্যদিকে ফুঁসে উঠছে দামোদর সহ নদীগুলি। বহু জায়গায় ভেঙে গিয়ে বাড়ি,তলিয়ে গিয়েছে রাস্তা।
Monsoon India: বিদায় নিচ্ছে বর্ষা, দেশের গড় বৃষ্টিপাতে ঘাটতি পূরণ
প্রবল বৃষ্টি চলছে ঝাড়খণ্ডেও। অবস্থা সামাল দিতে জল ছাড়ছে ডিভিসি। তাতে বঙ্গের অবস্থা আরো সঙ্গীন হয়েছে। রাজ্যের অভিযোগ, আগে থেকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। তাতে বিপত্তি বেড়েছে।