বুধবার অভিনেতা সোনু সুদের মুম্বইয়ের অফিসে আচমকা হানা আয়কর দফতরের আধিকারিকদের। অফিস ছাড়াও সোনুর অন্য ৬ টি সম্পত্তিতেও হানা দিয়ে সমস্ত অফিস খতিয়ে দেখেন তাঁরা। বুধবার রাত থাকে টানা ২০ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।
দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করার পরদিনই সোনুর অফিসে হানা দেন আয়কর কর্তারা।
আরও পড়ুন, কেজরিওয়াল সরকার বড় দায়িত্ব দিল সোনু সুদকে, নজরে পাঞ্জাবের ভোট
সম্প্রতি অভিনেতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার খবরে তার আম আদমি পার্টিতে যোগদানের জল্পনা বাড়ছিল রাজনীতি মহলে।
আম আদমি পার্টিতে তিনি যোগ দিতে চান কি না, এই নিয়ে বারবার সোনুকে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে চাননি।