করোনার দিনগুলোতে দেবদূতের মতো মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মানুষটা। আবারও শিরোনামে সোনু সুদ। ৬৫ বছরের এক করোনা আক্রান্ত নিকটাত্মীয়ের জন্য অক্সিজেন চেয়ে পোস্ট করেছিলেন দেশের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটর সুরেশ রায়না। তা দেখে তৎক্ষণাৎ উত্তর দেন সোনু। লেখেন, 'দশ মিনিটে অক্সিজেন পৌঁছোচ্ছে'। অতিমারীর দিন গুলোতে পর্দার ভিলেইন ক্রমেই 'মসিহা' হয়ে উঠছেন মানুষের কাছে।
এত 'বড়' সাহায্যের জন্য সোনুকে ধন্যবাদ জানিয়েছেন রায়না।