মঙ্গলবারই ৩৯ পেরিয়ে ৪০-এ পা দিলেন বলিউডের চকলেট হিরো রণবীর কাপুর Ranbir Kapoor। তাঁর জন্মদিনেই রণবীরের আগামী ছবি শামসেরার Shamshera ফার্স্ট লুক সামনে আনল যশ রাজ ফিল্মস। লম্বা চুল, সারা মুখে আঁচড়ের দাগ, এভাবেই সামনে এল রণবীরের পোস্টার। ছবির ক্যাপশনে লেখা 'আ লিজেন্ড উইল রাইজ'।
উনিশ শতকের এক ডাকাত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াই নিয়েই তৈরি হয়েছে শামসেরা। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। ছবিটির পরিচালনা করছেন করণ মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ১৮ মার্চ।