ব্যক্তিগত ক্ষেত্রে সামান্য পরিমাণে মাদক সেবন অপরাধমুক্ত করার পরামর্শ দিল কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক । মাদক ব্যবহারকারী ও মাদকাসক্তদের প্রতি কিছুটা মানবিক দৃষ্টিভঙ্গি রেখে এই পরামর্শ দিয়েছে তারা ।
এমনকী, নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্সস আইনেও কিছু সংশোধন আনার পরামর্শ দিয়েছে মন্ত্রক । তাদের মতে, যারা মাদক সেবন করে বা মাদকের প্রতি আসক্ত, তারা মূলত ঘটনার শিকার । তাই জেল তাদের জায়গা নয় । তাদের মূলত, নেশামুক্তিকরণ ও মূল স্রোতে ফেরানোর পরামর্শ দেওয়া হয়েছে ।
বর্তমানে, এনডিপিএস আইন শুধুমাত্র আসক্তদের প্রতি একটি সংশোধনমূলক পদ্ধতি গ্রহণ করে । প্রথমবার ব্যবহারকারীদের কোনও ছাড় দেওয়া হয় না । এনডিপিএস আইনের নোডাল প্রশাসনিক কর্তৃপক্ষ -রাজস্ব বিভাগ গত মাসে কয়েকটি মন্ত্রক এবং বিভাগকে আইন পরিবর্তনের পরামর্শ দিতে বলেছিল ।