আগামী ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্গাপুজোর পর রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তাই করোনা সতর্কতায় কেনো রকম ফাঁক দিতে নারাজ সরকার।
করোনা আবহে স্কুল খোলা নিয়ে একটি গাইডলাইন তৈরি করেছে স্কুলশিক্ষা দফতর। সেটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নে।
Coronavirus: সুপার স্প্রেডারদের চিহ্নিত করতে জনবহুল এলাকায় করোনা
ওই নির্দেশিকায় বলা হয়েছে-
একটি বেঞ্চে সর্বোচ্চ দু'জন পড়ুয়া বসতে পারবে।
স্কুল শুরুর আগে সমবেত প্রার্থনা হবে না।
চারটি শ্রেণীর স্কুলে ঢোকার সময় এক হবে না।
স্কুলে কোনো অভিভাবক ঢুকতে পারবেন না।
শৌচাগার সহ গোটা স্কুল নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে।
স্কুলের সামনে ভিড় জমতে দেওয়া যাবে না।