যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয় । অর্থাৎ শরীর স্পর্শ না করলেও তা পকসো আইনের (POCSO) আওতাতেই পড়বে । বৃহস্পতিবার ‘শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন’, পকসো সংক্রান্ত এক মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ।
চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের (Bombay High Court) নাগপুর বেঞ্চ রায় দিয়েছিল, ত্বক স্পর্শ করলেই যৌন নির্যাতন নয় । সেই রায় বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ।
বম্বে হাইকোর্টের ওই রায়কে 'অযৌক্তিক' বলেছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি ইউ ইউ ললিত, এস রবীন্দ্র ভট্ট ও বেলা ত্রিবেদী । তাঁদের মন্তব্য, ‘পকসো আইনে ত্বক স্পর্শ না হলেও সেটা যৌন অপরাধ । কারণ অপরাধীর যৌন উদ্দেশ্য এই ধরনের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আইনের জটিলতায় অভিযুক্ত পার পাবে, সেটা উদ্দেশ্য নয় ।'
SSC-High Court: নিয়োগের দুর্নীতি নিয়ে মামলার শুনানি, SSC সচিবকে ভৎর্সনা কলকাতা হাইকোর্টের
চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । তিনি রায় দিয়েছিলেন, পোশাকের উপর দিয়ে নাবালিকার শরীরে হাত দিলে তা পকসো আইনের আওতায় যৌননিগ্রহ হিসেবে গণ্য হবে না । এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে । সেই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ।