প্রতিরাতেই অশান্তি। ঝগড়া। মিলছে না তৃপ্তি। ফাস্ট লাইফে বাড়ছে দাম্পত্যে বাড়ছে যৌন সমস্যা। ক্লান্তি,অবসাদ,হতাশায় রাতের বিছানা যেন কন্টকশয্যা। কাউকে মুখ ফুটে বলতেও পারছেন না সমস্যার কথা? এই সব অসুখী দাম্পত্যে হাসি ফোটাতে পারে সজনে ফুল ও ডাঁটা। দাম্পত্য জীবনে মধুর করায় সজনের জুড়ি মেলা ভার। সজনের অন্য নাম ভারতীয় ভায়াগ্রা (Indian Viagra)।
শীতের পর থেকেই বাজারে সজনে ফুল ঢোকে। দামও বেশ চড়া। একটু বেগুন-সিম দিয়ে শাকের মতো রান্না করলে মন্দ লাগে না। চিকিৎসকরা অনেক রোগীকে সজনে ফুল ও ডাটা খাওয়ার পরামর্শ দেন। যকৃত ও প্লীহা ভালো রাখে সজনে। দূর করে পেটের কৃমিও। সঙ্গে আপনার যৌন জীবনেও আনে পরিপূর্ণতা। গবেষণায় জানা গেছে, প্রজনন তন্ত্রের সুস্থতার জন্য এই সজনে ফুল দারুণ উপকারী। সজনে ফুল বীর্যে শুক্রানুর হার বাড়াতে সাহায্যে করে। আবার ইরেকটাইল ডিজফাংশন বা ধ্বজভঙ্গের মতো রোগেও এটি সমানভাবে কার্যকর। বন্ধাত্বের সমস্যাও ভালো দাওয়াই সজনে।