দেখতে দেখতে ৩৯ টা বসন্ত পাড় করে ফেললেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। তাঁর মনে অবশ্য সারা বছর একটাই ঋতু- বসন্ত। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা টা রণবীরের গা থেকে খসতে চলেছে খুব শিগগির। দীপিকা, ক্যাটরিনার পর মন দিয়েছিলেন আলিয়াকে। শোনা যাচ্ছে খুব শিগগির পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক। সামনেই নাকি চারহাত এক হচ্ছে।
রণবীর-আলিয়ার যোধপুর সফর কি কেবল অভিনেতার জন্মদিন উদযাপনে, নাকি বিয়ের ভেন্যু দেখতে, তা নিয়ে জোর জল্পনা। খুব শিগগির অয়ন মুখার্জির সায়েন্স ফিকশন ছবি ব্রহ্মাস্ত্র তে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রিও দেখতে পাবেন দর্শক।