দাদাসাহেব ফালকে(Dadasaheb Phalke Award) পুরস্কারে ভূষিত হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত(Rajinikanth) । এর জন্য তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি । সেইসঙ্গে মেয়ে সৌন্দর্য্যের নতুন সোশ্যাল ভয়েস অ্যাপ 'হুট'(Hoote) চালু হওয়ার ঘোষণা করেছেন রজনীকান্ত ।
অ্যাপ সম্পর্কে বলতে গিয়ে, রজনীকান্ত জানান, মানুষ যেভাবে নিজের ভাষায় লেখার মধ্যে দিয়ে তাদের চিন্তা-ভাবনাগুলি প্রকাশ করতে পারে । ঠিক তেমনভাবেই হুট-এর মাধ্যমেই সেই চিন্তাভাবনা, ইচ্ছা এবং ধারণাগুলি প্রকাশ করতে পারবে প্রত্যেকে ।
দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার । সম্প্রতি, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, মনোজ কুমার, শশী কাপুর, গুলজার, প্রাণ প্রমুখ এই পুরস্কারে ভূষিত হয়েছেন ।
Jacqueline Fernandez called as witness by ED: আর্থিক প্রতারণা মামলায় তলব জ্যাকলিন ফার্নান্ডেজকে
দাদাসাহেব ফালকে পুরস্কার ছাড়াও রজনীকান্ত চারটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন । তিনি 2000 সালে পদ্মভূষণ এবং 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন । রজনীকান্তকে সর্বশেষ ২০২০ সালের 'দরবার' ছবিতে দেখা গিয়েছিল । বর্তমানে তিনি তাঁর পরবর্তী ছবি 'আন্নাথে'-র(Annaatthe) শুটিংয়ে ব্যস্ত ।