ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত তামিলনাড়ু। চেন্নাই সহ রাজ্যের উত্তরের জেলাগুলোতে সোমবারও ভারী বৃষ্টি চলছে। নিরাপত্তার জন্য রাজ্যের অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। চেন্নাইয়ের অধিকাংশ রাস্তা ও বাইলেনগুলো জলমগ্ন হয়ে আছে। সাবওয়েগুলোতে জল জমায় তা বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ রাস্তার ট্রাফিকও বন্ধ আছে।
জলনিকাশ, সাবওয়ে পরিষ্কার ও বৃষ্টি সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য এগিয়ে এসেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন। পরিস্থিতি স্বাভাবিক করতে ২৩ হাজার কর্মীকে কাজে লাগানো হয়েছে। যারা যুদ্ধকালীন তৎপরতায় দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। মাদুরাইয়ে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর ৪৪ জন কর্মীকে দুটি দলে ভাগ করে আগে থেকেই মোতায়েন করা হয়েছে।
১০ ও ১১ নভেম্বর, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শহরের বেশ কিছু এলাকায় বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে। রাস্তা, নিচু এলাকা ও আন্ডারওয়েগুলোতে জল জমে যেতে পারে বলেও অ্যালার্ট দেওয়া হয়েছে।