করোনার বিরুদ্ধে যুদ্ধে ঐতিহাসিক সাফল্য লাভ করেছে ভারত। সূচনা হয়েছে এক নতুন যুগের। দেশবাসীর উদ্দেশে ভাষণে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, করোনার সময় যথাযথ কর্তব্য পালন করেছে দেশ। তাতেই এসেছে সাফল্য। এই সাফল্য দেশের মানুষের। ভারত দেখিয়ে দিল, তারা কঠোর সংকল্পের মধ্যে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য অর্জনে সক্ষম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, দেশে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত। গোটা বিশ্ব এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে।
Covid-19 Vaccination: টিকাকরণে নজিরবিহীন সাফল্য, লাল কেল্লা-সহ ১০০ সৌধ সাজল আলোয়
প্রধানমন্ত্রী জানান, আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। এর আগে ভারতকে বাইরে থেকে টিকা আমদানি করতে হোত। তিনি বলেন, " এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।"