মঙ্গলবার উত্তরপ্রদেশের ৩৪০ কিলোমিটার লম্বা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের (Purvanchal Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi)। লখনও থেকে গাজিপুর অবধি বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে মঙ্গলবার দুপুরে সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
এই এক্সপ্রেসওয়ের (Purvanchal Expressway) ৩.২ কিলোমিটার এলাকা সংরক্ষণ করা হয়েছে বিশেষ এয়ারস্ট্রিপ হিসাবে। যুদ্ধবিমানের জরুরি অবতরণের কথা মাথায় রেখেই এই এয়ারস্ট্রিপটি তৈরি করা হয়েছে।
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে যোগী আদিত্যনাথের অন্যতম ‘হাতিয়ার’ হয়ে উঠবে এই এক্সপ্রেসওয়ে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
উদ্বোধন করার পরে মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এই এক্সপ্রেসওয়ের শিলান্যাসের সময় আমি ভাবতেও পারিনি যে মাত্র তিন বছরের মধ্যে আমি এর উদ্বোধন করতে পারব। এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের বিকাশের এক্সপ্রেসওয়ে”।
মোট ২২,৫০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই এক্সপ্রেসওয়েটি (Purvanchal Expressway) লখনও, বরাবাঁকি, অম্বেদকর নগর, আজমগড় সহ উত্তরপ্রদেশের মোট ন’টি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে।