রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (UNGA) বক্তৃতা করতে নিউ ইয়র্ক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সন্ধে সাড়ে ছ'টায় বক্তৃতা করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক সেরে নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট থেকে ট্যুইট করেছেন তিনি।
গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন (UNGA) ভার্চুয়ালি হয়। কোনও রাষ্ট্রনেতাই উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেননি। তবে এ বার গত বছরের তুলনায় করোনা (Covid 19) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টিকাকরণও (Covid Vaccination) শুরু হয়ে গিয়েছে বিশ্বের প্রায় সব দেশে। তাই এ বার ফের রাষ্ট্রপুঞ্জে (UN) হাজির হয়েছেন রাষ্ট্রনেতারা।
৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। করোনা আবহে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে।
Modi-Biden Meet: গান্ধীর আদর্শই মেনে চলে মার্কিন প্রশাসন, মোদীকে জানালেন বাইডেন
ইতিমধ্যেই ওয়াশিংটনে বাইডেনের সঙ্গে বৈঠক ও কোয়াড সম্মেলন সেরে নিউ ইয়র্কে (New York) পৌঁছে গিয়েছেন মোদী। এবার নজর সাড়ে ছ'টায়।