ঘূর্ণিঝড় 'জাওয়াদ' নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
দেশের ঘূর্ণিঝড়-সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বঙ্গোপসাগরে একটি আসন্ন ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে এই বৈঠক হয়। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ৩ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ৪ ডিসেম্বর সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলির উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনাও আছে।
সতর্ক রয়েছেন মুখ্যমন্ত্রীও। নবান্নে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। খোলা হবে কন্ট্রোল রুম। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।