বিবাহবার্ষিকীতে স্বামী স্ত্রীকে জমি কিনে দিচ্ছেন, এমনটা একেবারে আগে কখনও ঘটেনি তা তো নয়। তবে কিনা, নিউইয়র্ক, প্যারিস অথবা সুইটজারল্যান্ডেও নয়। বলছি চাঁদে জমি কিনে দেওয়ার কথা। আজমেরের ধর্মেন্দ্র অনিজা তাঁদের বিয়ের বর্ষপূর্তিতে স্ত্রী স্বপ্নাকে চাঁদে তিন একর জমি কিনে উপহার দিলেন। নিউইয়র্কের এক সংস্থা লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে চাঁদের জমি কিনতে ধর্মেন্দ্রর সময় লেগেছে প্রায় এক বছর। স্ত্রী স্বপ্নাকে এখন পায় কে। জমি পেয়েই ভাবছেন বুঝি চাঁদেই রয়েছেন। শাহরুখ খান এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কথা শুনে সম্প্রতি বুদ্ধগয়ার এক বাসিন্দাও নিজের জন্মদিনে চাঁদে জমি কিনে ফেলেছেন।