উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে খুনের মামলা রুজু হল। এফআইআরে নাম আছে আরো কয়েকজনের। ওই ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে।
Lakhimpur Kheri: কৃষক 'হত্যা'য় উত্তাল দেশ, লখিমপুর খেড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে রবিবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি ২ কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। লখিমপুর খেড়ির অতিরিক্ত পুলিস সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, অজয় মিশ্রের দাবি, তাঁর ছেলে কনভয়ে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফলতো কৃষকরা। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল গোটা দেশ। পথে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব। এলাকায় পৌঁছেছে তৃণমূলও।