শাহরুখ-পুত্র আরিয়ান খানকে জেলে পড়ার জন্য বিজ্ঞানের বই দেওয়া হয়েছে। তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখা হয়েছে।
আরিয়ান এবং অন্যান্য অভিযুক্তদের এনসিবি(NCB) সদর দফতরের কাছে ন্যাশনাল হিন্দু রেস্তোরাঁয় খাওয়ানো হচ্ছে, কারণ জেলবন্দীদের ঘরে রান্না করা খাবার দেওয়া নিষিদ্ধ। আরিয়ান খান(Aryan khan) এবং অন্যান্যদের মোবাইল ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য গান্ধীনগরের একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মুম্বাই উপকূলে একটি ক্রুজ জাহাজ থেকে নিষিদ্ধ ড্রাগ আটকের ঘটনায় এনসিবি(NCB) আরও চারজনকে গ্রেফতার করেছে। শনিবার গোয়াগামী একটি জাহাজে অভিযান চালিয়ে এনসিবি(NCB) আরিয়ান খান(Aryan khan), আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাসহ নয়জনকে গ্রেফতার করেছিল।
তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শাহরুখ খানের ছেলের হেফাজতের মেয়াদ আরও বাড়ানোর দাবি করতে পারে। আরিয়ান খানকে রবিবার গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ মাদক মামলায় জড়িত থাকার জন্য।