আজ ২ অক্টোবর। দেশজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিবস। গুজরাতের সবরমতী আশ্রমে প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সনিয়া গান্ধী ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
Gandhi Jayanti: ভারতীয় চলচ্চিত্রে রুপোলি পর্দায় ফুটে ওঠা বাপু জি, এবং গান্ধিবাদের আদর্শ
মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে টুইট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দেশনেতারা। রাষ্ট্রসংঘের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে তাঁকে। গান্ধীর জনৃমদিন পালিত হয় অহিংসা দিবস হিসাবে। বিশ্বকে তাঁর শান্তির বার্তা শুনতে হবে এবং বিশ্বাস ও সহিষ্ণুতার একটি নতুন যুগের সূচনা করতে হবে। মহাত্মার (Mahatma Gandhi) ১৫২ তম জন্মদিন উপলক্ষে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্তোনিও গুতারেস। পশ্চিমবঙ্গেও গান্ধীঘাটে মহাত্মাকে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ।