জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনটাই অভিযোগ বিজেপির। চেয়ারে বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও (Rabindranath Tagore) অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুললেন বিজেপি নেতারা।
বুধবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সময় বসে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই নিয়ে টুইটারে অভিযোগ তুলেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bista), অমিত মালব্যের (Amit Malviya) মতো বিজেপি নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, "সাংবিধানিক পদে বসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে একটি সভায় জাতীয় সঙ্গীতের অবমাননা করছেন। জাতীয় সঙ্গীত চলাকালীন যা নিয়ম আছে, তা কি তিনি জানেন না! নাকি জেনেবুঝেই এই কাজ করছেন।"