প্যান কার্ড - এর সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক হয়েছিল আগেই। এবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা CBDT-এর তরফ থেকে জানানো হয়েছে, ৩০শ জুনের মধ্যে তা না করলে কার্যত অচল হয়ে যেতে চলেছে PAN নম্বর।
এক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি-
-https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।
- পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
-ক্লিক করলেই নতুন ওয়েব পেজ খুলে যাবে
-এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
-প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
-এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।