পরনে কালো শাড়ি, ওপরে জড়ানো ধূসর ওভার কোট, কপালে গাঢ় লাল টিপ, চোখে সানগ্লাস...এসব শুনলে যেমন চোখে যেমনটা ভাসে, ছবি দেখলে প্রথমে ধাক্কা খাবেন অনেকেই, কারণটা এই ছক ভাঙা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা মানুষটার লিঙ্গ পরিচয়ের জন্য। হ্যাঁ, নাম পুষ্পক সেন। কলকাতার পুষ্পক সম্প্রতি এভাবেই কাঁপালেন বিশ্বের ফ্যাশন রাজধানী মিলানের রাস্তাঘাট। সে সব ছবি এখন রীতিমতো ভাইরাল।
ছকে ফেলা সমাজ আমাদের জন্ম থেকেই শেখায়, মেয়েদের রঙ গোলাপি, আর ছেলেদের নীল। শাড়ি যেমন পুরুষের পোশাক নয়, ধুতিও মহিলাদের নয়। তাল কাটলেই গেল গেল। এই চিরাচরিত ছককেই প্রশ্ন করে অ্যান্ড্রোজেনাস ফ্যশন। প্রশ্ন করেন কলকাতার পুষ্পক সেন।
গত বছর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয় পুষ্পককে নিয়ে। বলা ভালো তাঁর ৫৪ বছরের মা'কে নিয়ে। একটি পারিবারিক অনুষ্ঠানে লাল লিপস্টিক পরায় পুষ্পকের মা'কে শুনতে হয়েছিল তাঁর বয়স নিয়ে কটুক্তি, নানা অশালীন মন্তব্য। প্রতিবাদ স্বরূপ ছেলে নিজেই গাঢ় লাল লিপস্টিকে নিজেকে রাঙিয়ে সেই ছবি পাঠিয়েছিলেন 'বিদ্রুপ' করা, সমালোচনা করা সমস্ত আত্মীয়কে, সঙ্গে লিখেছিলেন, ' দ্রুত সুস্থ হয়ে উঠুন'। সেবারের মতো এবারেও সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিবাচক সাড়াই পাচ্ছেন ছক ভাঙা পুষ্পক।