কলকাতায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। কলকাতায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপরেই ডেঙ্গি মোকাবিলায় সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা। স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পুর প্রতিনিধিরা। ডেঙ্গি রুখতে তথ্য সংগ্রহ ও পুর এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
করোনা প্রকোপের মধ্যে শুরু হয়েছে ডেঙ্গি সংক্রমণ। বুধবার পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত এক যুবকের। অভিরূপ সাহা নামে ওই যুবকের বাড়ি জেমস লং সরণিতে। পরিবার সূত্রে খবর, সম্প্রতি বরানগরে মামার বাড়িতে গিয়েছিলেন যুবক। এরপরই তাঁর জ্বর আসে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে কলকাতা পুরসভা।