ধনতেরাস(Dhanteras) বা ধনত্রয়োদশী । এই দিনে গয়না ও বাসনের দোকানগুলিতে ভিড় করে মানুষ । নতুন নতুন জিনিস কেনেন । কিন্তু কেন ? ধনতেরাস আসলে কী ? কেন পালন করা হয় ?
দীপাবলির (Diwali) দুই থেকে তিনদিন আগে পালন করা হয় ধনতেরাস । 'ধনতেরাস' এই শব্দটিকে ভাঙলে দুটি অর্থ পাওয়া যায় । একটা ধন, যার অর্থ সম্পদ ও অন্যটি হল তেরাস অর্থাত তেরো । এই শব্দ দুটি থেকেই ধনতেরাস শব্দটি এসেছে ।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে ধনতেরাস পালন করা হয় । এ বছর এটি পালিত হবে ২ নভেম্বর ।
Sovereign Gold Bonds 2021-22: ধনতেরসের আগে সোনায় বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ, গোল্ড বন্ড বিক্রি শুরু
এই দিনে ধন্বন্তরী এবং ধন কুবের ও মা লক্ষ্মীর পূজা করা হয় । ধনতেরাসের দিন পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখার জন্য নতুন জিনিস কেনার নিয়ম রয়েছে । সাধারণত, পাত্র বা গয়না কিনে দিনটি উদযাপন করেন সবাই । অশুভ শক্তি যাতে কাছে ঘেষতে না পারে তার জন্য ঘরের দরজায় প্রদীপ জ্বালায় গৃহস্থরা ।