অবশেষে জল্পনাই সত্যি হল। মঙ্গলবার নয়াদিল্লিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ(Kirti Azad)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন এই প্রাক্তন কংগ্রেস(INC) নেতা।
এর আগে দ্বারভাঙা থেকে দু'বার বিজেপির(BJP) সাংসদ নির্বাচিত হয়েছিলেন কীর্তি আজাদ(Kirti Azad)। কিন্তু অরুণ জেটলির(Arun Jetley) বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনার জন্য ২০১৫ সালে কীর্তি আজাদকে(Kirti Azad) বহিষ্কার করে দল।
আরও পড়ুন- Kirti Azad in TMC: মঙ্গলবারই মমতার সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ? জল্পনা
চার বছর পর ২০১৯ সালে কংগ্রেসে(INC) যোগ দেন এই প্রাক্তন ক্রিকেটার। ২০১৯ সালে ধানবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের(INC) টিকিটে প্রার্থী হলেও জিততে পারেননি কীর্তি।