গোয়ায় তৃণমূলের(TMC) ১ শতাংশ ভোট শেয়ার নেই, সাংবাদিক সম্মেলনে তৃণমূল সম্পর্কে এই মন্তব্যই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী(CM of Delhi) তথা আপ(AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।
তিনি(Arvind Kejriwal) আরও জানান, মাত্র তিনমাস আগে তারা(TMC) গোয়ায়(Goa) এসেছে। গণতন্ত্রে এভাবে কাজ হয় না।
বিগত বেশ কয়েকমাস ধরেই গোয়ার একাধিক নেতা তৃণমূলে(TMC) যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো(Luizinho Feleiro), আলেমাও চার্চিল(Alemao Churchill)। যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander Paes), কংগ্রেস নেত্রী নাসিফা আলি(Nasifa Ali)।
আরও পড়ুন- KMC Election 2021: তৃণমূলের বোতামে বার বার চাপ! ভাইরাল ভিডিয়োর ভোট জালিয়াত গ্রেফতার
এর মধ্যেই আবার ২৬ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।