৫১ পীঠের শেষ সতীপীঠ হিসেবে খ্যাত বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। অন্যান্য সতীপিঠের মতোই বৃহস্পতিবার সকাল থেকেই কঙ্কালীতলায় শুরু হয়ে গিয়েছে মায়ের আরাধনা।
প্রচলিত বিশ্বাস, এই কুণ্ডের ঈশাণ কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে।
চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উত্সব হয় এখানে। সেদিন কুণ্ডেই মায়ের পুজো করা হয়। এছাড়া পৌষ সংক্রান্তি ও কৌশিকী অমাবস্যাতেও খুব বড় করে পুজো হয়।