রবিবার দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৮,৮৯৫ জন । মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই । একদিনে মৃত্যু হয়েছে ২,৭৯৬ জনের । বিহার ও কেরালায় মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করার জন্যই মৃতের সংখ্যা এতটা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬,৯১৮ জন । এখনও পর্যন্ত দেশে করোনা জয় করে ফিরেছেন মোট ৩ কোটি ৪০ লাখ ৬০ হাজার ৭৭৪ জন । সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ ।
আরও পড়ুন, Omicron in India: ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল মহারাষ্ট্রে
দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ৯৯,১৫৫ । এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিনেশন হয়েছে ১২৭ কোটি দেশবাসীর ।