শনিবার দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ । দেশে (India) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৭,১৪৫ জন । মৃত্যু হয়েছে ২৮৯ জনের । ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৭০৬ জন ।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লক্ষ ৩৩ হাজার ১৯৪ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৮ । এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪১ লক্ষ ৭১ হাজার ৪৭১ জন।
দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮৪ হাজার ৫৬৫ । যা ৫৬৯ দিনে সর্বনিম্ন । এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৩৬ কোটি ৬৬ লক্ষ ৫ হাজার ১৭৩ জন ।
আরও পড়ুন, Covovax: সেরাম ইন্সটিটিউটের তৈরি করোনা-টিকা কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিল WHO
এদিকে, ওমিক্রন আবহে দেশের ১৯ টি জেলা কেন্দ্রের উদ্বেগজনক তালিকায় রয়েছে । আর তার মধ্যে অন্যতম হল কলকাতা । রবিবার আবার কলকাতায় পুরভোট । পুরভোটের কারণে কলকাতায় নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । সেক্ষেত্রে , সংক্রমণ রুখতে কলকাতাবাসীকে সবধরনের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ।