মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে কিছুটা বাড়ল করোনার(Coronavirus) দৈনিক সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে (India) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৬,৩১৭ জন । তবে কমেছে মৃত্যুর(Death) সংখ্যা । ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের । এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের ।
বর্তমানে দেশে মোট সক্রিয় কোভিড(Active Covid Cases) রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬,৯০৬ জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪২ লক্ষ ১ হাজার ৯৬৬ জন । দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৪৮১ ।
আরও পড়ুন, Omicron: অত্যন্ত সংক্রামক ওমিক্রমন, রোখার জন্য নিতে হবে বিশেষ উদ্যোগ, রাজ্যগুলিকে কেন্দ্রের চিঠি
এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন(Omicron) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ২১৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন । এই অবস্থায় রাজ্যগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার । ওয়ার রুম তৈরি করতে বলা হয়েছে । সেইসঙ্গে নৈশকালীন কার্ফু জারি করার পরামর্শ দেওয়া হয়েছে ।