দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১১,৯০৩ জন। মঙ্গলবারের থেকে যা ১৪ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪,১৫৯ জন। সুস্থতার হার ৯৮.২২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ ঘরে ফিরেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ৫১ হাজার ২০৯ জন। গত ২৫২ দিনে যা সর্বনিম্ন।
রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৮৬২ জন, মৃত্যু ১১ জনের
এখনও পর্যন্ত দেশের ৬১ কোটি নাগরিক কোভিড টেস্ট করিয়েছেন। টিকাকরণ হয়েছে ১০৭ কোটি ২৯ লাখ নাগরিকের।