কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় দেশের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ চরম অক্সিজেন সংকট। এই পরিস্থিতিতে দিল্লি অঞ্চলে অক্সিজেনের সরবরাহ বাড়াতে তৎপর 'মিশ্ন অক্সিজেন'। মূলত আড়াইশ'র কাছাকাছি উদ্যোগপতি রয়েছেন এই মিশন অক্সিজেনে। হংকং, গুয়ানঝাউ, বেজিং, সাঙ্ঘাই, চিনের নানা অঞ্চলে ছড়িয়ে রয়েছে তাঁদের যোগাযোগ। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ৬০০০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর জোগাড় করে ফেলেছে মিশন অক্সিজেন, যার খরচ ২১ কোটি টাকা। ইতিমধ্যে দেশের ১৪টি হাসপাতালের কাছে পৌঁছে গিয়েছে ১০০ টি অক্সিজেন কনসেনট্রেটর। দেশের ২৪০ টি সরকারি-বেসরকারি হাসপাতালেও খুব শিগগির পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে 'মিশন অক্সিজেন'।