ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই আন্তর্জাতিক যাত্রী পরিষেবা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের (Home Ministry) বৈঠকে একথা জানানো হয়।
শনিবার কোভিডের (Covid 19) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Ajay Valla) একটি বিশেষ বৈঠক করেন। এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে কি না, তা খতিয়ে দেখা হবে। ওমিক্রন নিয়ে উদ্বেগ আছে, এমন দেশের যাত্রীদের প্রবেশের ক্ষেত্রেও বিশেষ নজরদারি করা হবে। মানতে হবে নির্দিষ্ট কোভিড গাইডলাইন।
আরও পড়ুন : ওমিক্রন নিয়ে রাজ্যগুলোকে কড়া সতর্কতা কেন্দ্রের, কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ
কোভিড পরিস্থিতিতে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর খুলছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। গত শুক্রবার কেন্দ্র ঘোষণা করে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতে প্রবেশ করতে পারবে অন্য দেশের যাত্রীরা।