ম্যাট্রিমনি সাইটে(Matrimony Site) অথবা সংবাদপত্রের পাতায় পাত্র চাই, পাত্রী চাই-এর বিজ্ঞাপনের পাতা তো আকছার নজরে পড়ে যায় আমাদের। 'সুশ্রী', 'উজ্জ্বল বর্ণ', 'তন্বী' কিম্বা 'সুপুরুষ', হবু পাত্র বা পাত্রীর যোগ্যতার তালিকায় এমন শব্দের ব্যবহার আগেও ছিল, এখনও কিছু কম নয়।
বিবাহযোগ্য ২৮৬ জন মানুষকে নিয়ে একটি অনলাইন সমীক্ষা (online survey) করা হয়েছে সম্প্রতি। সমীক্ষার ফলাফল বলছে, ৪৩ শতাংশ মানুষ এখনও বিয়ের সময় সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সঙ্গীর চেহারার ওপর।
betterhalf.ai নামের একটি সাইটের হিসেব বলছে, চেহারার পরই সবচেয়ে বেশি কদর বয়সের। তারপর সঙ্গীর পেশার। তালিকায় এর পর আসছে সঙ্গীর বেতন। এই সবের ভিত্তিতে বেছে নেওয়া হয় মনের মানুষ। সংস্থার সিইও পবন গুপ্তা অবশ্য বলছেন, অনলাইন প্রোফাইলে চেহারা নির্ভর করে ছবির গুণগত মান, ছবি তোলার কায়দার ওপর।
সমীক্ষা বলছে তরুণ প্রজন্মের অধিকাংশই, প্রায় ৫৮ % এখন আর সঙ্গী বাছার সময় জাত, ধর্ম, সম্প্রদায় বা সাংস্কৃতিক মিল থাকার ওপর তেমন গুরুত্ব দেন না।