মঙ্গলবার পানাজিতে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "গোয়ায় আমরা জোট করেছি বলেই ভয় পেয়েছে বিজেপি (BJP)। গোয়ার এই ভোটে বিজেপিকে আমাদের শেষ করতে হবে। গোয়া শাসন করবে গোয়ার মানুষই। অন্য কেউ নয়। বিজেপির দাদাগিরি আর চলবে না। আমার প্রথম পরিচয় হল মানুষ, আমার বিজেপির কাছ থেকে কোনও সার্টিফিকেট চাই না।"
তিনি আরও বলেন,"যাঁরা বিজেপিকে হারাতে চাইছেন, তাঁদের বলব যে, ভোট ভাগাভাগি করবেন না। এনডিএ-র যারা বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তারা বুঝেছে বিজেপি কী ভয়ঙ্কর পার্টি! বাংলায় ৪০ শতাংশ নতুন কর্মসংস্থান তৈরি করেছি, ওদিকে ওরা ভারতে ৪০ শতাংশে বেকারত্ব বাড়িয়েছে।"
তিনি আরও বলেন, "নোটবন্দি করে মানুষের ক্ষতি করেছে বিজেপি। পর্যটনের ক্ষতি আগেই করেছে। এখন রেলও বন্ধ করতে চলেছে ওরা। পাবলিক সেক্টরও তো বন্ধ করতে চলেছে ওরা। লখিমপুরে কৃষকদের হত্যা করেছে।"